আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসি সর্বকালের সেরা নয় : রোনালদিনহো

বার্সেলোনার জার্সিতে দুজনে একসঙ্গে কাটিয়েছেন তিন বছর চার মাস ২১ দিন। সহজ করে বললে, তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা গেছে ১২৪০ দিন। রোনালদিনহো ততদিনে সেরা প্রমাণিত হয়ে গেছেন। আর লিওনেল মেসি সেরা হওয়ার পথে হাঁটতে শুরু করেছেন। মাঠে দুই মহাতারকার রসায়নটাও ছিল চমৎকার। বার্সার হয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম অফিসিয়াল গোলের যোগানদাতাও ছিলেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। এত বন্ধন, এত সুখময় স্মৃতি সত্ত্বেও মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানতে নারাজ রোনালদিনহো।

ক্যাম্প ন্যুয়ে লিওনেল মেসির বেড়ে ওঠার সময়টা চাক্ষুষ করেছেন রোনালদিনহো। মেসির আজকের মেসি হয়ে ওঠার পেছনেও বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রত্যক্ষ অবদান ছিল। তখন থেকে ক্রমেই নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছেন মেসি। সর্বশেষ চলতি ডিসেম্বরে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জয় করেছেন বার্সা অধিনায়ক, যে রেকর্ড বহুদিন টিকে থাকবে সন্দেহ নেই।

ক্যারিয়ারে অগণিত অর্জন মেসির প্রাপ্য মনে করলেও তার সঙ্গে কিছুতেই পেলে কিংবা ম্যারাডোনার তুলনায় যেতে রাজি নন রোনালদিনহো। মেক্সিকান লিগের সাবেক সতীর্থদের সঙ্গে কয়েকটি প্রীতি ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মেসিকে সর্বকালের সেরা বলতে পারি না। তবে সে তার সময়ের সেরা।’
কেন অন্যদের সঙ্গে মেসির তুলনায় রাজি নন, তার ব্যাখ্যায় রোনালদিনহো বলেন, ‘আমি তুলনা পছন্দ করি না, কারণ ইতিহাসের সেরা কে এটা বের করা কঠিন কাজ। যেখানে দিয়েগো ম্যারাডোনা, পেলে, রোনালদোরা আছেন।’

তবে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতায় মেসিকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি তিনি, ‘আমি মেসির জন্য খুবই খুশি কারণ সে আমার বন্ধু। তাছাড়া সে বার্সেলোনার সবচেয়ে বড় তারকা।