আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির ভক্তদের জন্য সুখবর

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) ঘোষিত ২০১৯ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি  ।

এই নিয়ে চারবার পুরস্কারটি জিতলেন মেসি। এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার নিজের করে নেন বার্সেলোনা তারকা। এর আগে কাতালান ক্লাবটির সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেস চারবার পুরস্কারটি জিতেছিলেন।

বিশ্বের ৯০টি দেশের ফুটবল বিশেষজ্ঞরা এই পুরস্কারের জন্য তাদের ভোট দিয়ে থাকে। তাতে কেভিন ডি ব্রুইনে ও এডেন হ্যাজার্ডকে পেছনে ফেলে আইএফএফএইচএস’র সেরা প্লেমেকারের পুরস্কারটি জিতলেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের পয়েন্ট ছিল ২৯৯। দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনের পয়েন্ট মেসি থেকে ২১৪ পয়েন্ট কম, মাত্র ৮৫।
গোল করানোয় ২০১৯ সালটা দারুণ ছিল মেসির। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭টি গোলে অবদান ছিল তার। তার এই অবদান বার্সেলোনাকে লা লিগা শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ সংবাদ