আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেরিট বাংলাদেশে স্কুল এন্ড কলেজের মহান বিজয় দিবস উদযাপন

ইমরান সোহেল, চট্টগ্রাম: মহান বিজয় দিবস উদযাপন এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, বহদ্দারহাট ক্যাম্পাসে ২০ ডিসেম্বর দুপুরে শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, সংগঠক ম. মাহমুদুর রহমান শাওন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ উৎপল পাল, একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ওসমান, তরুণ সমাজকর্মী বেলাল হোছাইন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা মহান বিজয় অর্জন করেছি আর এই বিজয়কে অর্থবহ করে তুলতে হলে সুশিক্ষা ও নৈতিকতার কোন বিকল্প নেই। সুশিক্ষা, নৈতিকতা ও কাঙ্খিত ফলাফল অর্জনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের বিশেষ সুনাম রয়েছে।’ সভাপতি, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্ বলেন, ‘মুক্তিযুদ্ধের মহান ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে আর এই অসাধারণ আলোকদীপ্ত অভিযাত্রায় মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের তত্ত্বাবধানে অনেক দূর এগিয়ে গেছে। শিক্ষা ও ফলাফলের গুণগত মান অক্ষুন্ন ও অব্যাহত রাখার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি।’