আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেঘনায় ৯০ লাখ টাকা মূল্যের ইলিশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫শ’ কেজি মা ইলিশ এবং ব্যবহার নিষিদ্ধ আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। জব্দ করা মাছ ও কারেন্ট জালের বাজার মূল্য ৯০ লাখ টাকা। মঙ্গলবার ভোররাতে মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে মা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে উদ্ধার করা মা ইলিশ এবং কারেন্ট জাল গুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়ার কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধংস করা হয়। আর মা ইলিশ গুলো সদর উপজেলার ৪টি মাদরাসায় বিতরণ করা হয়।