আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেক্সিকোর জন্যে সবচেয়ে রক্তক্ষয়ী বছর ২০১৭


আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ২০১৭ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সহিংসতায় ২৩ হাজার ১শ’ একজন প্রাণ হারিয়েছে। বিগত দুই দশকের মধ্যে এটি সবচেয়ে রক্তক্ষয়ী বছর। গত শুক্রবার সরকারি পরিসংখ্যানে একথা বলা হয়েছে। এর আগে সবচেয়ে বেশি প্রাণহাণির ঘটনা ঘটে ২০১১ সালে। ওই বছর সহিংসতায় গোলযোগপূর্ণ দেশটিতে ২২ হাজার ৪শ’ নয় জনের মৃত্যু হয়। চলতি বছরের প্রথম ১১ মাসে সহিংসতায় নিহতের সংখ্যা ২০১১ সালকে ছাড়িয়ে গেছে। শুধু ২০১৭ সালের নভেম্বর মাসেই ২ হাজার ২১২টি হত্যাকা- হয়েছে। অক্টোবর মাসে ২ হাজার ৩শ’ ৮০ জন নিহত হয়েছে।