মোঃ তুহিন,রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃত আজহার আলী ভূইয়া মৃত্যু কালে ১ ছেলে ও ১ কন্যা স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। দীর্ঘদিন তিনি রোগাক্রন্ত ছিলেন। তার চিকিৎসার জন্য মৃত আজহারের স্ত্রী স্থানীয় একটি সমিতি থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে ছিলেন। সে টাকা পরিশোধ না করতে হিমসিম খাচ্ছে। স্থানীরা কয়েকজন বিষয়টি স্থানীয় সংসদ সদস্যর সাথে অলোচনা করলে বিষয়টি দেখবেন বলে তাদের বিদায় দেন। শুক্রবার ২২ সেপ্টেম্বর সকালে রূপসী গাজী ভবনে মৃত আহজার আলীর স্ত্রীর হাতে নগদ ও চেকের মাধ্যমে সে টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার ও তারাব পৌরসভার আওয়ামীলীগের একাদিক নেতা-কর্মীসহ সহযোগী অঙ্গসংগঠনের অনেকেই। এসময় মৃত আজহারে আলীর স্ত্রী হাছিনা বেগম বলেন, আমার মৃত স্বামীসহ আমার সন্তানরা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির সহযোগিতায় আজ আমরা লোন মুক্ত হইলাম।