আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মৃত্যু শয্যায় শামীম ওসমান “আগে নেত্রীকে বাঁচান”

সংবাদচর্চা রিপোর্ট:

২০০১ সালে চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা বিস্ফোরনে অনেকের সাথে আহত হয়েছিলেন শামীম ওসমান। তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা ও তৎকালিন মন্ত্রী পরিষদের সদস্যরা।
সে সময়ে শামীম ওসমান এমপি নেতাদের একটা কথাই বলেছিলেন। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু শয্যায় তিনি বলেছিলেন, আমার কিছু হবে না। আগে নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাঁচান। শামীম ওসমান তখন বুঝাতে চেয়েছিলেন, জঙ্গি ও স্বাধীনতা বিরোধীরা ১৬ জুন বোমা হামলা করেছে। তার মতে, তিনি স্বাধীনতা বিরোধীদের বিচার চাওয়ায় তার উপর ক্ষিপ্ত ছিলেন স্বাধীনতা বিরোধীরা। শামীম ওসামন অনুসারীদের মতে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সাইনবোর্ড টানিয়ে জামায়াত নেতা গোলাম আজম-নিজামিদের নারায়ণগঞ্জে প্রবেশ নিষেধ করায় গোস্বা ছিলেন তারা। এছাড়া শহীদ জননী জাহানারা ইমামের নামে তোলারাম কলেজে হলের নামকরণ সহ নানা কর্মকান্ডে ক্ষিপ্ত ছিলেন। এসব কারনেই তার উপর হামলা হয়েছে। আর স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও ছেড়ে দিবে না। তা বুঝাতেই তিনি সেদিন বলেছিলেন, আগে নেত্রীকে বাঁচান। ২০০১ সালের ১৬ জুন বোমা বিস্ফোরনে আহত শামীম ওসমান এমপিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিম, বর্ষিান নেতা তোফায়েল আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপিকা নাজমা রহমান, সেলিম ওসমান প্রমুখ।