রেদওয়ান আরিফ
প্রশাসন নারায়ণগঞ্জকে ঝুঁকিপূর্ণ হটস্পট ঘোষণা করলেও শহরে বিরাজ করছে ঈদের আমেজ। মহামারিতেও মার্কেট গুলোতে কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা। মানা হচ্ছেনা শারীরিক দুরত্ব। ফুটপাতের দোকানগুলোতেও একই রকম চিত্র দেখা যাচ্ছে। সচেতন মহলের মতে, ঈদ উৎসব প্রতিবছর আসবে। তাই বলে মৃত্যুকে আলিঙ্গন করে উৎসবে মাতবে হবে ?
সরেজমিনে মার্কেট গুলো ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে ঝুঁিকর মধ্যেও মার্কেট গুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার নির্দেশনা দিলেও কালীর বাজারের ফ্রেন্ডস মার্কেটে দেখা যায় উল্টো চিত্র। সামাজিক দূরত্ব না মেনেই দোকান গুলোতে অধিক লোকের সমাগম। যার অধিকাংশই নারী ও শিশু। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্বেও দল বেধে মার্কেটে আসছে অনেকে। করোনা মহামারিতেও শিশুদের নিয়ে মার্কেটে আসছে অনেক অভিভাবক। বেশির ভাগ দোকানের সামনে রাখা হয়নি হাত ধোয়ার সুরক্ষা ব্যবস্থা। নেই জীবাণুনাশক স্প্রে । ক্রেতারা হাত না ধুয়েই সরাসরি মার্কেটে ঢুকে পড়ছে। কিছু কিছু দোকানের পরিধি ছোট হওয়ায় মানা হচ্ছেনা শারীরিক দূরত্বও। তবে কোন কোন দোকানদার সচেতনতার বিষয়টি প্রাধন্য দেয়।
সচেতন মহলের মতে, এ বিষয়ে প্রশাসনকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। না হলে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে। উল্লেখ্য, শুরু থেকেই মার্কেট খোলার বিরোধিতা করে আসছে নাগরিক নেতৃবৃন্দ। মার্কেট খুলে মৃত্যুকে আলিঙ্গন করা হচ্ছে বলে মনে করেন তারা।