নবকুমার:
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী লক্ষ্য যাত্রাবাড়ির সংযোগ রাস্তার বড় খালের উপর নব নির্মিত মিনি সেতুর উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার (২৮ মে) দুপুরে তিনি এ সেতুর উদ্বোধন করেন।
জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীন রাস্তার কম বেশি ১৫ মিটার দৈর্ঘের সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের এ সেতু নিমার্ণ কাজ শুরু হয়। যা স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ওয়াদা ছিলো । সেই ওয়াদা আজ সেতু উদ্বোধনের মাধ্যমে পূরণ করেছেন। আর এ সেতুর মাধ্যমে কয়েক হাজার মানুষ সু ফল ভোগ করছে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার তোফায়েল আহমেদ আলমাছ,আওয়ামী লীগ নেতা আজমত আলী প্রমুখ।