আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের মুড়াপাড়ায় আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

মুড়াপাড়ায় আ.লীগের

মুড়াপাড়ায় আ.লীগেরসংবাদচর্চা ডটকম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে  রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা ক‌রে‌ছে  মুড়াপাড়া ইউনিয়‌নের ১ নং ওয়ার্ড  অাওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠন নেতাকর্মীরা।

শুক্রবার বি‌কে‌লে উপজেলার মুড়াপাড়া ইউনিয়‌নের বানিয়াদী এলাকায় নারায়ণগঞ্জ-১ অাস‌নের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উ‌দ্যো‌গে এ আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও মতবিনিময় সভা ক‌রে‌ তারা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকা‌রের অাম‌লে রূপগঞ্জ উপ‌জেলায় সর্ব‌ক্ষে‌ত্রে যে প‌রিমান উন্নয়নমূলক কাজ হ‌য়ে‌ছে, অতী‌তে কোন সরকা‌রের অাম‌লে এ‌তো উন্নয়ন হয়নি।

এ সময় তারা, রূপগ‌ঞ্জের উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে অাগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে অাবারো নারায়ণগঞ্জ-১ অাস‌নের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক‌কে নৌর্কা প্রতী‌কে ভোট দি‌য়ে সংসদ সদস্য নির্বা‌চিত কর‌তে সবার প্র‌তি অাহবান জানান।

মুড়াপাড়া ইউনিয়‌নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ই‌দ্রিস মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লা, উপ‌জেলা অাওয়ামীলী‌গের প্রচার সম্পাদক মানজারী অালম টুটুল, উপ‌জেলা অাওয়ামীলী‌গের কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেন, অাব্দুল মান্নান মিয়া ও অাব্দুল মান্নান মু‌ন্সি, মুড়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড অাওয়ামী লী‌গের সাধারন সম্পাদক শ‌হিদুল্লাহ মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি হা‌মিদুল হক খোকনসহ অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ