আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুসলমানদের ট্রাম্পের শুভেচ্ছা

অনলাইন রিপোর্ট

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন, খবর আনাদুলু এজেন্সি।
ট্রাম্প বলেন, ‘বিগত মাসগুলোতে আমরা দেখেছি যে কঠিন সময়ে প্রার্থনার শক্তি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ রমজানের শুরুতে আমি প্রার্থনা করি তাঁদের জন্যে যারা নিজ আস্থা ও বিশ্বাসের সঙ্গে এই পবিত্র সময়টি পালন করছেন।’

‘বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে পবিত্র এই মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, ধ্যান, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাঁদের বিশ্বাসকে মজবুত ও ঝালাই করে নেওয়ার একটি সুযোগ।’

তিনি আরো বলেন, ‘শান্তি, দয়া ও অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা- ইসলামি বিশ্বাস এসব সর্বজনীন মূল্যবোধগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’