আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মুনের ইশতেহার ঘোষণা


সংবাদচর্চা রিপোর্ট:
আসন্ন চনপাড়া উপ-নির্বাচনে মেম্বার প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ নূর আলম মুন গতকাল ইশতেহার ঘোষণা করেছেন। বিকালে তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
চনপাড়াবাসীর উদ্দেশে তিনি বলেন, চনপাড়ায় বসবাসকারীদের স্থায়ী করনে অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করবো। চনপাড়ায় মাদক ও কিশোর গ্যাং থাকবে না। এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। এলাকার নিরাপত্তার স্বার্থে এই এলাকায় সিসিটিভি স্থাপন করবো। আমি নূর আলম মুন আপনাদের প্রার্থী। ভোটের মাঠে নোটের শক্তি আমার নেই। আমার শক্তি আপনারা এবং আপনাদের ভোট।
মুন বলেন, চনপাড়া রক্ষার্থে সবাই টিউবয়েল মার্কায় ভোট দেবেন। আমার সাথে কোন মাদক ব্যবসায়ী নেই। জয় আমাদের হবেই। অনুষ্ঠানে অগণিত তার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।