আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুদ্রাপাচার রোধে কাজ করবে বাংলাদেশ-ভারত কাস্টমস

ডেস্ক রিপোর্ট: মুদ্রাপাচার রোধ ও চোরাচালান রোধসহ দুই দেশের মধ্যে ব্যবসা প্রসারের ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমস ও ভারতীয় কাস্টমস যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী (২৩ ও ২৪ আগস্ট) বাংলাদেশ-ভারত ১১তম জয়েন্ট গ্রুপ অব কাস্টমস সভায় এ সিদ্ধান্ত হয়।

বিগত কয়েক বছরে ভারতীয় নকল মুদ্রাপাচার রোধে বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক গোয়েন্দা অভাবনীয় সাফল্য অর্জন করে মর্মে ভারতের পর্যবেক্ষণে উঠে আসে। উভয় এজেন্সি চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে চোরাচালানের তথ্য আদান-প্রদান করা হবে।

সভায় আরও বলা হয়, বাংলাদেশের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ভারতের ডাইরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) গোয়েন্দা তথ্য নিয়ে একসাথে কাজ করবে। এজন্য চলতি বছরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। সভায় এ বিষয়ে খসড়া চূড়ান্ত হয়েছে। বছরে অন্তত একবার দুই দেশের মহাপরিচালক পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হবে।