আজ রবিবার, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ গ্রেপ্তার ৩

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে “কুখ্যাত ডাকাত সর্দার রুবেল”সহ ৩ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ৩১ জানুয়ারী রাতে রূপগঞ্জের গঙ্গানগর এলাকা হতে ডাকাতির প্রস্ততি গ্রহনকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন গঙ্গানগর এলাকার ডাকাত সর্দার মোঃ রুবেল মিয়া (২৮), মোঃ আলী হোসেন (২৫), মোঃ শাকিল মিয়া (২১)।
এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২টি রামদা, ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ২টি হেস্কো ব্লেড, ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

র‌্যাব -১১ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং ঢাকা সহ দেশের বাজার এলাকায় অবস্থিত ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। মুড়াপাড়া বাজারে অবস্থিত এডিভল অয়েল লিমিটেড এ ডাকাতি কালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।