আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তি পেল ‘শাহজাহান রিজেন্সি’র ট্রেলার

মুক্তি পেল ‘

অনলাইন রিপোর্ট:

মুক্তি পেল প্রতীক্ষিত ভারতীয় বাংলা সিনেমা ‘শাহজাহান রিজেন্সি’র ট্রেলার।

ইউইটিউবে বৃহস্পতিবার সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমার ট্রেইলার মুক্তির পর থেকেই বেশ সারা জাগিয়েছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।

শঙ্করের চৌরঙ্গী পড়েছেন? এবার সেই চৌরঙ্গীর ‘জাতিস্মর’কে পরখ করার পালা। এ ছবি হতে চলেছে চৌরঙ্গীর ‘জাতিস্মর’। তেমন ইঙ্গিতই ট্রেলারে রয়েছে পরমব্রতর কথায়।

ট্রেলার শুরু হচ্ছে অঞ্জন দত্তর গলায় একটি কবিতার ব্যাকগ্রাউন্ডে। গল্প বলছেন আবির চট্টোপাধ্যায়। চরিত্ররা ছড়িয়ে থাকছে চিত্রনাট্যের ভাঁজে।

কখনও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাহসী অবতার। কখনও মমতাশঙ্করের কষ্ট। কখনও ঋতুপর্ণা সেনগুপ্তের সেতার। কখনও পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন অভিজ্ঞতা। কখনও বা কাঞ্চন মল্লিকের হাসির রসায়ন- সব রসদই সৃজিত মজুত করেছেন এই ছবিতে।

অন্তত ট্রেলারে এমন ইঙ্গিতই পাওয়া গেল।

আলো-আঁধারি ‘শাহজাহান রিজেন্সি’র গোপনীয়তায়, রহস্যে জড়িয়ে থাকে ‘আমি একটা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে…’র মতো গান।

সবকিছু ঠিক থাকলে ২০১৯-এর জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি। এ নিয়েই এখন অপেক্ষার পারদ চড়ছে সিনেপ্রেমীদের।