আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধাদের মধ্যে গ্রুপিং চাই না: কাজী মনির

টি.আই. আরিফ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ । শনিবার বিকালে তারাব পৌরসভার বরাব ম্যাক্স মিলনায়তনে এই সভা হয়। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা কাজী মনিরুজ্জামানকে এমপি হিসাবে দেখতে চান এবং তাকে সমর্থন জানান। এসময় কাজী মনিরুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে গ্রুপিং চাই না। বীর মুক্তিযোদ্ধাদের নামে বদনাম না করাই ভালো। যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেনি তারা এখন বীর মুক্তিযোদ্ধাদের দেখে হিংসা করে। আমরা মুক্তিযোদ্ধারা হারি নাই। আমরা আগামীতেও জিতবো।
তিনি আরও বলেন, রূপগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের পাশে আমি আছি। কারও কিছু লাগলে আমাকে জানাবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহজাদা ভুঁইয়া, তারাব পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আতোর আলী।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের খাঁন প্রমুখ।