নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নগরীতে বিশাল মিছিল নিয়ে শোডাউন করে চমক লাগিয়ে দিয়েছেন মীর সোহেল। ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদ দেওয়াতে কয়েক হাজার লোক নিয়ে নগরীতে শোডাউন করেন এই নেতা।
গতকাল শুক্রবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনারে বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন নেতা কর্মীরা। পরে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে নগরীর চাষাড়া বঙ্গবন্ধু রোড হয়ে মন্ডলপাড়া ঘুরে দুই নং রেলগেইটস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিশাল শোডাউন নিয়ে পুনারায় চাষাড়া হয়ে ফতুল্লা গিয়ে শেষ হয়।
এ সময়ে মীর সোহেল নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, আওয়ামীলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, আমি আগেও বঙ্গবন্ধু এবং আমার নেতা শামীম ওসমানের নীতি নিয়েই মানুষের সেবা করেছি। এখন আমার দ্বায়িত্ব বেড়েছে আমি আগেও তুলনায় দলকে আরও শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো। এবং পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য নিরলস পরিশ্রম করে যাবো।