আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিয়ানমারে মুক্তি পেলেন রয়টার্সের দুই সাংবাদিক

অনলাইন রিপোর্ট:

রাষ্ট্রের গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে মিয়ানমারে কারাদণ্ডপ্রাপ্ত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক জেল থেকে মুক্তি পেয়েছেন।

প্রায় ৫১২ দিন জেলে থাকার পর মঙ্গলবার সকালে ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে মুক্তি পান তারা। খবর রয়টার্সের

সাংবাদিক ওয়া লোন (৩৩) ও কিয়াও সোয়ে (২৯) কে গত বছরের সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত করে মিয়ানমারের আদালত এবং সাত বছরের কারাদণ্ড দেয়। তারা দু’জনেই মিয়ানমারের নাগরিক।

প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে প্রতিবছর নববর্ষ উপলক্ষে বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়। এই প্রথা মেনে গত মাস থেকে এ বছরের বন্দী মুক্তি দেওয়া শুরু হয়। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে রয়টার্সের দুই সাংবাদিককেও আজ মুক্তি দেওয়া হলো।

দুই সাংবাদিকের বিরুদ্ধে শুরু থেকে রাষ্ট্রের গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগ আনা হলেও রয়টার্স দাবি করে আসছিল তারা কোনো অপরাধ করেনি।