আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুলের বাস ভবনে হামলার নিন্দা

সংবাদচর্চা রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও তারাব পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন। শনিবার ( ১০ অক্টোবর ) এক বিবৃতিতে তিনি বলেন এই হামলার ঘটনার পেছনে সরকারি মদত রয়েছে। বর্তমানে সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামরি চলছে, তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে। আমি ( আলহাজ্ব নাসির উদ্দিন ) তারাব পৌরবাসীর পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, শনিবার (১০ অক্টোবর) বিকেলে উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত মির্জা ফখরুলের বাসায় এই হামলা চালানো হয়। ইট-পাটকেল ছুঁড়ে তার বাসায় কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ক্ষতিসাধন করে।