আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিজমিজিতে ইয়াবাসহ গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

২১ মে সাড়ে ১২ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন পটুয়াখালীর মোঃ রুবেল (২৮)। এসময় তার হেফাজত হতে ১শত ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১১ ( সিপিএসসি আদমজীনগর) এর সিনিঃ এএসপি প্রণব কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল (২৮) নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তার এক মাত্র পেশা। পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।