আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিছিল করে রাজপথ দখলে রাখলেন মন্ত্রী গাজী

নবকুমার:

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত ১০ ডিসেম্বর রাজপথে সতর্ক অবস্থানে ছিলো রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে রূপগঞ্জের গুরুত্বপূর্ণ ৩০ টি স্থানে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রূপসী ঢাকা- সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন মন্ত্রী। এরপর বেলা ১১ টার দিকে ভুলতা, গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এরপর কাঞ্চনে বিক্ষোভ মিছিলে যোগদান করেন তিনি । দুপুরে দাউদপুর বিক্ষোভ মিছিল করেন মন্ত্রী।

এরপর কায়েতপাড়ায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী। বিকালে রূপগঞ্জ সদরে বিক্ষোভ মিছিল করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। পৃথক এসব মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ ভুঁইয়া, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, কাঞ্চন পৌর আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, ফিরোজ ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মেহের,রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, হাফিজুর রহমান সজীব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, ইউপি চেয়ারম্যান জাহেদ আলী,আরিফুল হক, তোফায়েল আহমেদ আলমাছ, ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা নাইম ভুঁইয়া , ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সেলিনা আক্তার রিতা, ওমর ফারুক ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া , রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম প্রমুখ। বিএনপি নেতারা ঘোষণা দিয়েছিলো ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথা। বিএনপি নেতাদের এমন ঘোষণার পর রূপগঞ্জে নড়চড়ে বসে আওয়ামী লীগ । রাজপথ দখলে রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে শোডাউন করেন। গতকাল রূপগঞ্জে বিএনপিকে মাঠে দেখা যায়নি।

কায়েতপাড়ায় প্রতিবাদ সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বিএনপি চেষ্টা করেছিলো নৈরাজ্য করার। আমরা তা প্রতিহত করেছি। রূপগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা সতর্ক অবস্থানে ছিলাম এবং আছি। বিএনপি, জামায়াতকে আর ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার সরকার ,জনগণের সরকার। জনগণ আমাদের সাথে আছে। জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবার প্রধানমন্ত্রী করবো। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাদের কথা কাজে মিল নেই। আমরা তাদের ষড়যন্ত্র রুখে দেবো।

এদিকে ১০ ডিসেম্বর গেল। খালেদার কথায় দেশ চলছে না। তাহলে কি বিএনপি নেতাদের কথা মিথ্যা ?