আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহমুদাবাদের কুখ্যাত সন্ত্রাসী রাজিব মিয়া গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি:

অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী, কুখ্যাত সন্ত্রাসী মোঃ রাজিব মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ (সিপিএসসি, আদমজীনগর) । গত ৮ অক্টোবর রূপগঞ্জের মাহমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে। রবিবার ( ৯ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ রাজিব মিয়ার (৩২) নামে রূপগঞ্জ থানায় অস্ত্র মামলা, একাধিক হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। মামলা সমূহের মধ্যে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী হলে সে কৌশলে আত্মগোপন করে। গত ২১ জুন ২০২২ তারিখে আধিপত্য বিস্তারের লক্ষে রাজিবের নেতৃত্বে “রাজিব বাহিনীর কিশোর গ্যাং” এর সদস্যরা রূপগঞ্জ থানার তারাব পৌরসভার বোচারবাগ এলাকায় অস্ত্রের মহড়া ও ফাঁকা গুলি বর্ষন করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর নেতৃত্বে তারাব পৌরসভা এলাকায় প্রায়ই এই অস্ত্রের মহড়ার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনা জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হলে, তা সাধারণ জনমতে আতংক সৃষ্টি করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।