আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাহবুবুর রহমানের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন জমির উদ্দিন

রাজনীতি থেকে অবসর নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। তার পদত্যাগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, তার (মাহবুবুর রহমান) শরীর খারাপ। তিনি পদত্যাগের কোনো চিঠি দিয়েছেন বলে আমার জানা নেই। তিনি অসুস্থ বলে মাঝে মাঝে স্থায়ী কমিটির বৈঠকে আসতে পারেন না।

প্রসঙ্গত সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে মাহবুবুর রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বরাবরে লেখা চিঠি পৌঁছে দিয়েছেন মহাসচিবে কাছে।

রাজনীদি থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে সাবেক এই সেনাপ্রধান জানান, আমি রাজনীতি থেকে সরে এসেছি। আমি পদত্যাগ করেছি দল থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছি দেড়-দু’মাস আগে। কারণ আমি বয়স্ক মানুষ। সামনের ডিসেম্বরে ৮০ বছর পূর্ণ হবে। রাজনীতিতে অবদান করার মতো আমার কিছু নেই।