আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাস্ক না পরায় জরিমানা

সংবাদচর্চা রিপোর্টঃ
করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতা হলো প্রথম সোপান। তা ঠিক রাখতে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। গতকাল মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫জনকে অর্থ্দন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেউ মাস্ক না পরলে ও স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা গুনতে হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ও মো. সাইদুজ্জামান হিমু। মঙ্গলবার দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ এর আইনে এ অর্থদন্ড করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে ৫ জনকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল ২০১৮ এর আইনে বিভিন্ন অঙ্কে অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।