আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দাম বেশি রাখলে শাস্তি

করোনা সংক্রমণ রোধে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ঔষধের মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনা সংক্রমণ রোধে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ক্রয়ের ক্ষেত্রে যাতে কোন ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছে বেশি দাম না রাখেন সে ব্যাপারে সতর্ক করা হয়। এর ব্যত্যয় হলে মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক ইকবাল হোসেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো: শাহজাহান খান প্রমুখ।