আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাসিক কোন রোগ নয় এটা নারীর জীবনচক্রের অংশ

তুহিন মোল্লা

রূপগঞ্জ উপজেলা চনপাড়ায় আন্তর্জাতিক মাসিক ব্যবস্থাপনা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৬ মে ) চনপাড়া কমিউনিটি ক্লিনিকে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন , মাসিক কোন রোগ নয় এটা প্রতিটা নারীর জীবনচক্রের অংশ। প্রত্যেকটা নারী কে মাসিকের বিষয়ে সচেতন হতে হবে। মাসিক কোন লজ্জার বিষয় নয়। মাসিকের বিষয়টি আতঙ্ক হিসেবে না দেখে সহজ ভাবে দেখতে হবে। আর মাসিকের বিষয়ে পরিবার গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আলোচনা সভা শেষে মাসিকের সচেতনতা বৃদ্ধির লক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, এ্যানি ড্রং,  স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় প্রধান (নিপসন)  ড.শফিউর রহমান, ডা: নুসরাত কাদির, নবকিশলয়ের সহকারী শিক্ষিকা ডলি আক্তার, এডুকো স্কুলের প্রধান শিক্ষিকা জারিন আক্তার, কানিজ আক্তার, নুরুনাহার বেগম,
 এছাড়া অনুষ্ঠানে মাসিক বিষয়ে আর্ট, মাসিক চক্র, রঙিন কাগজে বিভিন্ন উক্তি তুলে ধরা হয়।