ফতুল্লা মডেল থানায় দায়ের করা ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ( ২১ অক্টোবর ) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। মামলা নং ৩২(১)১৫।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ২০১৫ সালে ফতুল্লা মাসদাইর কবরস্থানের সামনে আনন্দ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ মামলায় মোট আসামি ৩৬ জন।