আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মালার ঢাবিয়ান পরিবার

মাহমুদা মালা

সংবাদচর্চা অনলাইনঃ

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ১০০ তম জন্মদিনে ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা এবং রাজনীতির নোংরা চিত্রের বাইরেও যে সৎভাবে রাজনীতি করা যায় এবং সন্মানের সাথে রাজনীতিতে ভূমিকা রাখা যায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা।

তিনি মঙ্গলবার নিজ ফেইসবুক একাউন্টে লিখেন, আমি রাজনীতি মনোযোগ দিয়ে করেছি। কলেজ শাখার সভাপতি ছিলাম। ছিলাম কলেজের সাংস্কৃতিতে চ্যাম্পিয়ন। যতবার নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ বাংলাদেশ টেলিভিশনে বিতর্ক প্রতিযোগীতায় গেছে আমি দলপতি ছিলাম। টিভিতেও অনেক প্রোগ্রাম করেছি, জাতীয় পুরস্কার স্কুল জীবন থেকে ধরে বহুবার পেয়েছি। পরবরর্তীতে পড়ার সুযোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ।
আমরা বাবা মায়ের চার সন্তান, আমারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমার বড় ভাই মোস্তফা সাইফুল ইসলাম বাদল সমা কল্যাণে পড়ে বর্তমানে কলেজ শিক্ষক। আমি এলএলবি পড়ে এখন এডভোকেট হয়েছি। আমার ছোট ছোট ভাই মর্তুজা শরিফুল ইসলাম ইকোনমিক্সে পড়ে বর্তমানে (বি.সি.এস ট্যাক্স) জয়েন্ট কমিশনার। আমার ছোট বোন ডঃ রওনক জাহান বাংলায় পড়ে সহযোগী অধ্যাপক (বি.সি.এস শিক্ষা)।


পরবর্তী প্রজন্মে আমার কন্যা সুহাসিনী মেধা তালিকায় স্থান করে আইন অনুষদে ঢাবিতে পড়ছে। আমি কখনো মিছিল মিটিং-এ পিছনে থাকিনি। কখনো কোন দলের নেতাকর্মীকে কষ্ট দেইনি। কোন দলীয় প্রোগ্রামে আমাকে খুঁজে কেউ পায়নি এমন অভিযোগ কেউ করতে পারবেনা। করোনা মহামারীতে আমি আমার পরিবার সবসময় মানুষের পাশে থেকেছি। আমার মা আমাদের মার্কেটের ভাড়া ১ মাসের ও বাড়ীর ভাড়া ৩ মাসের মওকুফ করে দিয়েছেন, কারণ তিনি একজন রত্নগর্ভা মা।

আমরা যখন ছোট ছিলাম তখন চাষাড়া – মিশনপাড়া – দেওভোগ এলাকায় খুব মারামারি হতো। কত আগ্নেয়াস্ত্র দেখে বড় হয়েছি, কত তরুণ যুবককে নষ্ট হতে বিপথে যেতে দেখেছি, কিন্তু আমরা কখনো সে পথে হাঁটিনি। আমার বাবা মা ছিলেন বেস্ট প্যারেন্টস । আমিও আমার সন্তানকে ঠিক সেভাবেই মানুষ করছি।

আমার ভাতিজাদ্বয় বিখ্যাত দাবাড়ু। আমার ভাগিনা দারুণ তবলাবাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০তম জন্মদিনে আমি বলতে চাই নারায়ণগঞ্জের খবর এলেই নেগেটিভ খবর প্রচার হয়। অন্য জেলার কেউ ফোন করেই বলে আপা আপনার বাড়ী সেভেন মার্ডারের আসামী নুর হোসেনের বাড়ীর কোন দিকে?

নতুন যারা ছাত্র রাজনীতিতে এসেছো বা আসবে তাদের আমি তাদের বলবো পড়াশুনা করে বড় হতে চাও। তোমরা আমাদের পরিবারকে দেখো। এই নেগেটিভ পূর্ন নারায়ণগঞ্জ শহরে আমরাও থাকি যারা সৎ, অমায়িক, মেধাবী, সাহসী। তোমরা আমাদের কথা বলতে পারো, নারায়ণগঞ্জে ১০০% ঢাবিয়ান পরিবার আমাদের পরিবার। এভাবেও রাজনীতি করা যায়।