সংবাদর্চচা রিপোর্ট:
আজ শেষ হচ্ছে পবিত্র মাহে রমজানের রহমতের ১০ দিন। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ বঙ্গবন্ধু সড়কে অবস্থিত মার্ক টাওয়ারের দোকানগুলো গুছিয়ে তুলছে তাদের ঈদ বাজার।শহরের অন্যতম এই শপিংমলটি ছেলেদের পোশাকের জন্য বিখ্যাত।
মার্কেটের ১ম তলা থেকে ২য় তলা পর্যন্ত রয়েছে বাহারি রঙের জামা কাপড়, জিন্স প্যান্ট,শার্ট, টি-শার্ট, পাঞ্জাবী, পায়জামা, থ্রী-পিস, শাড়ি, জুতার দোকান। যেখানে চাহিদা ও মানসম্পন্ন মোতাবেক ক্রেতাদের জন্য ঈদ সামগ্রী পাওয়া যাচ্ছে। গ্রাহকদের নজর কাড়তে বিভিন্ন আঙ্গিকে ঈদ সামগ্রী দিয়ে নিজেদের দোকানকে ফুটিয়ে তুলছেন দোকানীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাহারি রঙের জামা-কাপড়ের মধ্যে উল্লেখযোগ্য দোকান রয়েছে ছেলেদের জিন্স প্যান্ট, শার্ট,টি-শার্ট, পাঞ্জাবী, পায়াজামা,জুতার পৃথক পৃথক দোকান।
দোকানগুলোতে বিভিন্ন কোয়ালিটির জিন্স প্যান্ট (চায়না, ইন্ডিয়ান ও বাংলা) যেগুলো মান অনুসারে দাম রয়েছে সর্বনিন্মমূল্য ১০০০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০০০ টাকা পর্যন্ত এবং শার্টের সর্বনিন্মমূল্য ৭০০ টাকা থেকে শুরু করে প্রায় ২৫০০ টাকা পর্যন্ত রয়েছে। মার্কেটের বিভিন্ন দোকানের মালিকের সাথে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে তরুনদের চাহিদামাফিক কাবলি স্যুট উঠানো হয়েছে। এই মার্কেটের পাঞ্জাবীর মূল্য সর্বনিন্ম ১০০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা ও শেরওয়ানি সর্বনিন্ম ৩৫০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
মার্ক টাওয়ারের এক দোকান মালিক রমিজ উদ্দিন দৈনিক সংবাদচর্চাকে জানান, এই মার্কেটটি মূলত ছেলেদের জিন্স প্যান্টের জন্য বিখ্যাত। আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক দোকানে সাজিয়ে তুলেছি, সাথে মেয়েদের পোশাকও পাওয়া যাচ্ছে। কিন্তু সারাদিনে গ্রাহকসংখ্যা নজড়ে না পড়ার মত। তবে ইফতারের পর দেখা মিলে মোটামুটি গ্রাহকদের আনাগুনা। আশা করা যায়, আগামী ১২-১৩ রোজার পর থেকেই ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভীর জমবে বলে মনে করছি।
মার্কেটে শপিং করতে আসা তারিফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, সারাদিন রোজার ক্লান্তিতে মার্কেটে আসার সুযোগ পাইনা।তাই ইফতারের পর এসেছি কেনাকাটা করতে।
ঈদ পোশাকগুলোর দাম কেমন মনে করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম মোটামুটই নাগালের মধ্যেই মনে হচ্ছে।