আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মারা গেলেন হেফাজতে ইসলামের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নুরুল ইসলাম জিহাদী গতকাল রবিবার হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
মোর্শেদ বিন নূর বলেন, ‘ঢাকার খিলগাঁওয়ে বাবার প্রতিষ্ঠা করা আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকাতেই তার দাফন সম্পন্ন হবে।’
এরই মধ্যে জানাজায় অংশ নিতে বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা আসছেন বলেও জানান তিনি।

২০২০ সালের ২৬ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদী হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব নির্বাচিত হন।