আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মামুন মাহমুদকে অপসারণ করার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে অপসারণ করার দাবিতে বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওই বিক্ষোভ করে তারা।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম,এ,হালিম জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ২নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি হাজী মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ ঢালী, জাহাঙ্গির হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা আনিছ সিকদার, ২নং ওর্য়াড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আবুল হোসেন, সেলিম মাহমুদ, ইউছুফ, নাজিম উদ্দিন, দুলাল হোসেন, মোক্তার হোসেন, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, শেখ ফরিদ, মাহাবুব, তৈয়ব হোসেন, বাপ্পি প্রমূখ উপস্থিত ছিলেন ।

বিক্ষোভ মিছিল শেষে দলটির নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতাকর্মীরা। তারা বলেন, ত্যাগীনেতাকর্মীদের মাইনাস করে আওয়ামী লীগের সাথে আতাঁতকারীদের দিয়ে কমিটি গঠনের পাঁয়তারাকারী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। আমরা তার অপসারন চাই।