নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া বলেছেন, ছেলেমেয়েদেরকে বিকশিত করার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করতে হবে। প্রথমে নিজের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আমাদের সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। গতকাল রোববার সকালে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে ৬৯তম বিশ্ব মানববাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সমাজের পাশাপাশি প্রকৃতির সকল জীবের মানবাধিকার সুনিশ্চিত করা দায়িত্ব। আমি যেখানেই দায়িত্ব পালন করি সবসময় আমার অধিনস্তদের সাথে ভাল ব্যবহার করি। তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি।
আসুন সমতা, ন্যায় বিচার এবং মানব মর্যাদার জন্য দাঁড়াই’ এই শ্লোনকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আমাদের সমাজে ধীরে ধীরে ভালো ব্যবহারের সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভালো মানুষের কদর কমে যাচ্ছে। একসময় ভালো মানুষের সম্মান করা হত আর বর্তমানে খারাপ মানুষের সম্মান করা হয় কারণ পরবর্তীতে সমস্যা করতে পারে এই ভয়ে। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
ঢাকা অঞ্চলের গভর্ণর কে ইউ আকসিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বের জন্য রোল মডেল হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। আমরা যারা আইন-শৃংখলা বাহিনীতে কর্মরত রয়েছে তাদের দ্বারা কোন মানবাধিকারের ক্রুটি না হয় সেদিকে খেয়াল রাখা হবে।
এড. ওয়াজেদ আলী খোকন বলেন, মানবাধিকার কর্মীদের কাজ হচ্ছে সমাজ থেকে মাদক দূর করা, জঙ্গীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করা। আশা করি মানবাধিকার এসব বিষয় সম্পর্কে সচেতন থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, খবির উদ্দিন আহমেদ, কাজী আব্দুস সাত্তার, এরশাদুর রহমান, আঞ্জুমান আর আকসির, রোকসানা কবির, বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর সাধারন সম্পাদক নাজমুল হাসান রুমি, সদর থানা সভাপতি আলেয়া সারোয়ার, সিদ্ধিরগঞ্জ সভাপতি শহীদুল আলম বুলবুল, বন্দর সভাপতি এড. হাসিনা পারভীন, সদর সাধারন সম্পাদক জিএম হায়দার, সিদ্ধিরগঞ্জ সাধারন সম্পাদক কায়সার আহমেদ রানা, বন্দর সাধারন সম্পাদক আলী আকরাম তারেক, শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ, ওয়াহিদ সাদত বাবু, কাজী গোলাম হোসেন, এড. তানহা রহমান ও হোসনে আরা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে চাষাড়া শহীদ মিনার থেকে শুরু করে নগরীতে একটি বার্নাঢ্য র্যালী বের করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথিরা পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন।