আজ বুধবার, ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুর যুবলীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদক রুবেল খান

মাদারীপুর যুবলীগের

মাদারীপুর যুবলীগের

মাদারীপুর প্রতিনিধি
ডেলিগেট ও কাউন্সিলদের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার রাত ৮টার দিকে মাদারীপুর স্বাধীনতা অঙ্গনে ১৪ বছর পরে মাদারীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামি তিন বছরের জন্যে মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি হিসেবে আতাহার আলী সরদার ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান রুবেল খান নির্বাচিত হয়।

জানা গেছে, সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পাভেলুর রহমান শফিক খান সভাপতি হিসেবে আতাহার সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান রুবেল খানের নাম প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন করেন পৌরসভার মেয়র ও সদ্য বিদায়ী জেলা যুবলীগের সভাপতি খালিদ হোসেন ইয়াদ সমর্থন করেন। এসময় অন্য কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি হিসেবে আতাহার আলী সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান রুবেলকে নির্বাচিত করা হয়। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সভা পরিচালনা করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেয়া হয়। আগামী তিন দিনের মধ্যে নবগঠিত কমিটিকে পূনাঙ্গা কমিটি করার জন্যে নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।