আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরের সিএইচসিপিদের চাকুরী সরকারিকরণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন

মাদারীপুরের

মাদারীপুরের সিএইচসিপিদের চাকুরী সরকারিকরণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন

মাদারীপুরের

শহিদুল ইসলাম লিখন: চাকুরী সরকারিকরণের দাবিতে কালকিনি উপজেলায় কর্মরত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)রা অবস্থান কর্মসূচি পালন করছে। তিনদিনের অবস্থান কর্মসূচি হিসেবে ২০-২২ তারিখ পর্যন্ত তারা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করছে। এসময় কালকিনি উপজেলায় কর্মরত সিএইচসিসি অংশগ্রহন করে।
সিএইচসিপিরা অবস্থান কর্মসূচিতে জানান, তাদের সামগ্রিক কর্মকা-ের সফলতা ও ডিজিটাল স্বাস্থ্য খারে আমূল পরিবর্তনে অগ্রহণ ভূমিকা থাকায় কর্তৃপক্ষ স্বেচ্ছায় ২০১৩ সালে তাদের চাকুরী রাজস্ব খঅতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়।

বিগত দিনে তাদের দাবি প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রী তাদের আশ্বস্ত করেন। কিন্তু বর্তমানে তাদের সরকারিকরণের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করে। তারা আরো জানান, তারা একটি পিটিশন মামলা আদালতে দায়ের করলে আদালত স্বাস্থ্য অধিদপ্তরকে সিএইচসিপিদের চাকুরী রাজস্বকরণের নির্দেশ দেন ।

সংগঠনটির কালকিনি উপজেলার সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আজ আমাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমাদের চাকুরী সরকারিকরণে ঘোষণা তিনি খুব শীঘ্রই দিবেন।

সংগঠনটির কালকিনি উপজেলার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জানান, আমাদের মধ্যে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা পরিবারসহ তের হাজার সহকর্মী ইনক্রিমেন্ট, বেতনবৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন-যাপন করছি। তাই আমরা, সরকারের নিকট আবেদন জানাচ্ছি তৃণমূল স্বাস্থ্য সেবায় আমাদের যে অবদান তার স্বীকৃতিস্বরূপ আমাদের চাকুরী দ্রুত জাতীয়করণ করা হোক।

সিএইচসিপি এসোসিয়েশনের কালকিনি উপজেলার সভাপতি রেজাউল করিম জানান, চাকুরী সরকারিকরণের দাবিতে উপজেলা পর্যায়ে তারা এ কর্মসূচি পালন করছে। আগামী ২৩ জানুয়ারি সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং ২৪-২৬ তারিখ পর্যন্ত কর্মবিরতি পালন করবে। এছাড়া ২৭-৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। এরপরও যদি তাদের দাবি আদায় না হয় তাহলে ১ ফেব্রুয়ারি থেকে তারা আমরণ অনশনে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে বলে জানান সংগঠনটির সভাপতি।

সিএইচসিপিদের অবস্থান কর্মসূচির কারণে স্থানীয়রা সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা হতে। সাধারণ মানুষের দাবি সিএইচসিপিদের দাবি সরকার দ্রুত মেনে নিয়ে তাদের চিকিৎসা সেবা পেতে সহযোগিতা করবে সরকার।
এছাড়া জেলার সদর, কালকিনি ও রাজৈর উপজেলার সিএইচসিপিরা অবস্থান কর্মসূচি পালন করে।