আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক-সন্ত্রাস যুব সমাজকেই রুখতে হবে- শাহ নিজাম

ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেনছে, আজ দেশ দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় উন্নয়ন এর ধারা বজায় রাখতে নারায়ণগঞ্জের গনমানুষের নেতা একেএম শামীম ওসমান দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু এত উন্নয়ন করে কি হবে যদি দেশ থেকে আমরা মাদক সন্ত্রাস মুক্ত না করতে পারি। তাই যুব সমাজকে এগিয়ে আসতে হবে মাদক, সন্ত্রাস এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় পাগলা বাজার বহুমূখী সমবায় সমিতির সাবেক সভাপতি হাজী মো. শাহ আলম গাজী টেনুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগ এর কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আলাউদ্দিন হাওলাদার, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আলম বাবু, আওয়ামী লীগ নেতা শাহ সোহাগ, জামাল উদ্দিন বাচ্চু, সেলিম মিয়া। হুময়ুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সোহেল, আল আমিন, রনি, গালিব প্রমুখ।

এআই/এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ