আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় স্ত্রী সন্তানকে কুপিয়েছে মাদক ব্যবসায়ী আমির

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় স্ত্রী সীমা বেগম (৪২) ও ছেলে সানীকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী আমির হোসেন (৫০)। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টায় নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া রেল লাইন এলাকায় গনি মিয়ার বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত জখম অবস্থায় মা ছেলেকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী আমির হোসেন তার স্ত্রীকে মারধর করে ঘরে থাকা নগদ ১৮ হাজার টাকা ও দেড় ভড়ি স্বর্নালংকার ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় রাতেই সীমা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। হামলাকারী চিহ্নিত মাদক ব্যবসায়ী আমির হোসেন সুমিলপাড়া আইলপাড়া রেল লাইন এলাকার জমশের আলীর ছেলে।

নির্যাতন ও মারধরের শিকার গৃহবধু সীমা বেগম জানায়, আমার স্বামী আমির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী। দীর্ঘদিন যাবৎ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত দেড় বছর যাবৎ স্বামীর সংসার ছেড়ে একই এলাকার গনি মিয়ার বাড়ীতে আমার ছেলে সানী ও তার বউকে নিয়ে ভাড়া থাকি। ছেলে ও ছেলের বউ গার্মেন্টসে চাকরী করে। তা দিয়েই আমাদের সংসার চলে। তারপরও আমার পাষন্ড স্বামী আমাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। তার অত্যাচার সইতে না পেরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির কাছে বিচার দিলে সে আরো ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারধর ও ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। প্রথমে আমার স্বামী আমাদেরকে মারধর করার পর তার বোন পারুল, বোনের জামাই নবী ও ছোট ভাই আনু এবং সহযোগী ইউসূফও মারধর করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: সাত্তার মিয়া জানায়, এ ঘটনায় ভুক্তভোগী সীমা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ