সংবাদচর্চা রিপোর্ট : মাদক মামলায় মো. নুরুজ্জামানের নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (২০ মে) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নুরুজ্জামান মাগুড়া জেলার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের নুর হোসনের ছেলে।
রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউট জাসমিন আহম্মেদ জানান, মাদকের একটি মামলায় নুরুজ্জামান নামে এক আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৭ মে রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গি পেট্রোল পাম্পের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬শ পিছ ইয়াবাসহ নুরুজ্জামানকে গ্রেফতার করে। এ ঘটনায় নুরুজ্জামানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১৯(১) ধারায় মামলা করেন। এ মামলায় আসামীকে দোষী সাব্যস্থ করে আজ রায় ঘোষনা করেন।