আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ব্যবসায়ী

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদক ব্যবসায়ীরূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানিকুজ্জামান ওরফে সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার নাগের বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, মানিকুজ্জামান ওরফে সুমন দীর্ঘ দিন ধরে নাগের বাগসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।