আজ সোমবার, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক বিক্রেতাদের এএসপি ইমরানের কঠোর হুশিয়ারী

ফতুল্লা প্রতিনিধি, সংবাদচর্চা
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিক বলেছেন, মাদকের ব্যাপারে এক চুল পরিমান ছাড় দেয়া হবেনা। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন অথবা আমাকে সরাসরি ফোন করুন। পুলিশ এর কোন সোর্স মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে অপকর্ম করলে আমাকে তথ্য দিন, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। মাদক বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখনো মাদকের সাথে জড়িত আছেন ভালোভাবে বলছি ছেড়ে দেন। পুলিশকে কঠোর হতে বাধ্য করবেন না। তাহলে এর পরিনতি খুব খারাপ হবে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় ফতুল্লার পাগলা উত্তর রসুলপুর এলাকায় মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং, ভূমিদস্যু ও কিশোর গ্যাং প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদক বিক্রেতাদের উদ্দেশ্যে করে কঠোর হুশিয়ারী প্রদান করেন|

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি দ্বীন ইসলাম এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, ৬ নং ওয়ার্ডের মেম্বার রোকন উদ্দিন রোকন, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার অনামিকা হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মালেক, বিশিষ্ট সমাজ সেবক জামাল উদ্দিন বাচ্চু সহ আরও অনেকে।

আরএইচ/এসএমআর

সর্বশেষ সংবাদ