আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন চাই

সংবাদচর্চা রিপোর্ট.
‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আলোচনা সভা ও রালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, শামীম ওসমান এমপি, চন্দন শীল, জেলা পুলিশ সুপার রাসেল।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন চাই। পুলিশ অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কিছুদিন পর তারা ছাড়া পায়। মাদক নিয়ন্ত্রণের জন্য আটককৃত আসামীদের এক বছরের মধ্যে ছাড় দেওয়া যাবে না। পুলিশকে আরও কঠোর হতে হবে।

পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।