বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্গ গড়তে হবে:সাবেক তথ্যপ্রতিমন্ত্রী
নবকুমার :বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণ মুক্ত সোনার বাংলা গড়তে হলে মাদক ব্যবসায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার আহবান জানিয়েছেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা ড.অধ্যাপক আবু সাইয়িদ।
রবিবার সাভারে ‘স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দাও শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন,জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।কিন্তু এক শ্রেণী শোষক দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে দেশে অসাম্যের পরিমাণ বৃদ্ধি করেই চলছে ।রাষ্ট্রীয় অর্থ আত্নসাৎ করে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে ।এদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন,১৯৭১ সালের মত আবারো স্বাধীনতা বিরোধী অপশক্তি জঙ্গীবাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের গর্জে উঠতে হবে।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন শোষণকারীর স্থান নেই।
তিনি বেড়া সাথিয়াবাসির উদ্দেশ্যে বলেছেন,যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।বঙ্গবন্ধুর কন্যা প্রায় দশ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে ।সে টাকার যথাযর্থ উন্নয়ন হয় নাই।দেশের উন্নয়নের জন্য জনগণকে দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। টিআর-কাবিখা লুটপাট করে খাচ্ছে একটি চক্র।শোষণ কারীদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে।
এ সময় ছাত্র নেতা কাওছার আহমেদ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিকে উদ্দেশ্য করে বলেন, যে আগামী নির্বাচনে পাবনা-০১ আসন যদি পেতে চান অধ্যাপক আবু সাইয়িদকে নৌকা মার্কা প্রতীক দেন। বেড়া সাথিয়া বাসী সন্তান হারা মায়ের মত অধ্যাপক আবু সাইয়িদের প্রতীক্ষায় বসে আছে।
সরকার ট্রাভেলসের এমডি কাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ড.অধ্যাপক আউয়াল,প্রফেসর আবু সাইদ, তোফাজ্জল হোসেন মাস্টার,আওয়ামীলীগ নেতা,আব্দুল সামাদ,এ বিএম কামরুজ্জামান মাসুদ, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগনিক সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য যে আগামী ২৫ শে মার্চ সাথিয়ায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।