রূপগঞ্জ প্রতিনিধি: উপজেলার সর্বত্রই মাদকের বিষাক্ত ছোবল যুব সমাজে আতঙ্ক। পুলিশকে ম্যানেজ করে মাদক ব্যবসা চলছে এমন অভিযোগ উঠেছে সচেতন মহলে। সচেতন মহল মনে করেন ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন নিচ্ছে নিরব ভুমিকা। একারণে যুব সমাজকে নিয়ে আতংকে দিন কাটছে অবিভাবকদের। খোঁজ নিয়ে জানা যায় উঠতি বয়সের স্কুল কলেজে পড়–য়া ছাত্রছাত্রী, মিল-কারখানায় কর্মকত শ্রমিক ও তরুণ-তরুনীরা দিনদিন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। এদের কাছে সহজেই মিলছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও হিরোইনের মত মরণ নেশা।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলার প্রায় প্রতিটি পাড়া মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। কিছুদিন আগে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ৪০টি স্থানে মাদক বিক্রি হলেও ইদানিং বেড়ে তা দাড়িয়েছে শতাধিকে। পুলিশ যদিও মাঝে মধ্যে কয়েকজন ব্যবসায়ীকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তার পরও থেমে নাই কিন্তু এ ব্যবসা। কোন ক্রমেই থামছেনা গোলাকান্দাইল এলাকার মাদক ব্যবসা।
দীর্ঘদিন যাবত গোলাকান্দাইল ও ভুলতা পাড়াগাঁও ঈদগামাঠ, গোলাকান্দাইল পূর্বপাড়া, গরুহাটের পাশে বাবু, মধ্যপাড়া, নতুন বাজার, পাঁচ নাম্বার ক্যানেলপাড়, উত্তর পাড়া, সাওঘাট ঋষিপাড়া, টেংরারটেক এলাকায়। এদানিং আমলাব, বাংলাবাজার, আমলাব মুসলিমপাড়া, আমলাব খালপাড়, আমলাবোরটেক, আমলাব কাঠ বাগান, শিউলিকালী, রমজানের বাড়ী, হাসান নগর (নতুন রাস্তা) প্রবাসী মকবুলের বাড়ী, মজলিসের পুকুরপাড়, কালী ভান্ডারীর বাড়ী, মাহবুবের বাড়ী। এ মাদক ব্যবসায় জড়িতদের আটক করে আইনের কাছে সর্পদ করার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।