আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক মামলায় স্বামী স্ত্রী রিমান্ডে

আদালত প্রতিবেদক
হিরোইন সহ গ্রেপ্তার হওয়া স্বামী স্ত্রীকে ২দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীনের আদালত এ আদেশ দেন। গ্রেপ্তারকৃত আকাশ ফতুল্লার শিবু মার্কেট এলাকার শহিদুল ইসলামের ছেলে ও তানিয়ার আকাশের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, আসামীদের আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারী রাতে শিবুমার্কেট রানী মা প্লাজার সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময়ে তাদের তল্লাসী করে আকাশের পকেট থেকে ৫গ্রাম এবং তানিয়ার ব্যাগ থেকে ১শ গ্রাম হিরোইন উদ্ধার করে। পরবর্তীতে ফতুল্লা মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

আরকেএন/এসএমআর

সর্বশেষ সংবাদ