আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের ভয়াবহতা বাড়ছে: মুন্না খাঁন

দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খাঁন বলেছেন, আজ থেকে ১৫ বছর আগে মাদকের এত ভয়াবহতা ছিলো না। বর্তমানে মাদকের ভয়াবহতা বাড়ছে। মাদক দেশকে জাতিকে ধ্বংস করছে। নষ্ট করছে পারিবারিক সম্পর্ক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের এখন থেকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে। মাদক সেবনকারিরা সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে না। সরকার চাকরিতে প্রবেশের আগে ডোপ (মাদকদ্রব্য) টেস্টের ব্যবস্থা করছে। সরকারি চাকরিতে প্রবেশ করতে না পারলে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করে কোনো লাভ নেই।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা  নির্বাহী  কর্মকর্তা মমতাজ বেগম, নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সামছুল আলম , ইন্সপেক্টর ওবায়দুল হক, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,  রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজুর রহমান সহ অনেকে।

এছাড়া মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন মো: মুন্না খাঁন।