নিজস্ব প্রতিবেদক:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শহরের নগর খানপুর এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ অই ২ ব্যক্তিকে আটক করে অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে পরিচালিত এই অভিযানে আটককৃতরা হলো- মো. জাহাঙ্গীর ওরফে খাদেম (৪৫) ও মো. ফারুক (৩৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগর খানপুরের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হকের ছেলে মাদক ব্যবসায়ী মো. ফারুককে আটক করা হয়। সে এর আগেও একবার গ্রেফতার হয়েছিল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে ওই এলাকার বাদল চন্দ্র ঘোষের বাড়ির ভাড়াটিয়া মৃত শাহ আলমের ছেলে জাহাঙ্গীর ওরফে খাদেমের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ফারুক ও খাদেম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ফেরি করে মাদক ব্যবসা করে আসছিলো।
আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মিয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেছেন।