আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠ চলে গেলে আর কোন দিন মাঠ হবে না: পলাশ

সংবাদচর্চা রিপোর্ট:

কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ পলাশ বলেছেন, আলীগঞ্জ থেকে মাঠ চলে গেলে আর কোন দিন মাঠ হবে না। ভবন সারা দেশের বিভিন্ন জায়গা করা যাবে। এখানে ১৫ থেকে ১৬ কিলোমিটারের মধ্যে কোন মাঠ নেই। যারা টাওয়ার সরা দিয়ে মাঠ করে দেয়ার কথা বলছেন তারা যেন টাওয়ার সরিয়ে ভবন নির্মান করেন।

রবিবার দুপুরে আলীগঞ্জ মাঠ রক্ষার দাবিতে আন্দোলন শেষে সাংবাদিকদের পলাশ এসব কথা বলেন।

তিনি বলেন, মাঠ রক্ষার জন্য আমরা সব জায়গায় দরখাস্ত করেছি মামলা করেছি। একটি চক্র আমাদের দাবি কে আড়াল করে প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে একনেকে সরকারি ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছেন।

পলাশ বলেন, আলীগঞ্জ মাঠ মাদক নির্মূলের বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। আগামী দিনে যদি কেউ মাঠ দখল করতে আসে আজকের মত জনগণ তাদের বাধা দেবে।