আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন কমিটি

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ৬১ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলাম, মহাসচিব চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ নির্বাচিত হয়েছেন। গতকাল ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াসে বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তেজগাঁও রাজস্ব সার্কেল মো: জামাল হোসেন।
অনুষ্ঠানে মমতাজ বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী কর্মকতাদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে। সেবার ক্ষেত্রে সবাইকে তৎপর হতে হবে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা করতে হবে।