রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর নিজস্ব তহবিল থেকে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১২ হাজার কম্বল বিতরণ করেছেন। রোববার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, থানা আওয়ামীলীগের সদস্য মান্নান মুন্সি, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, প্যানেল চেয়ারম্যান আইবুল্লাহ, শ্রমিকলীগ নেতা আবু জাবের বাবুল, মহিলালীগ নেত্রী লাভলী বেগম, এজাজ আহাম্মেদ প্রমুখ।