আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গলায় মাছের কাঁটা বিঁধলে যা করবেন

মাছের কাঁটা বিঁধলে যা করবেন

মাছের কাঁটা বিঁধলে যা করবেন

সংবাদচর্চা রিপোর্ট:

প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালিদের জীবন অচল।  মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। মাছের সারা শরীর কাঁটায় ভর্তি। আপনার একটু ভুলের কারণে একবার যদি সেই কাঁটা গলায় আটকে যায় তখন পড়তে হয় মহা বিপদে।

অনেকেই হয়তো অনেক জানেন না গলায় মাছের কাঁটা বিঁধলে কীভাবে নামাবেন। মনে রাখবেন এমন ঘটনা ঘটলে ভয় পাবেন না। ভুলবসত গলায় মাছের কাঁটা বিঁধে যেতেই পারে।

গলায় মাছের কাঁটা বিঁধলে যে ভাবে ছাড়াবেন:-

ভাতের ছোট দলা খাওয়া

গলায় কাঁটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চাইলে ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন। ভাতের গোলা চিবিয়ে না খেয়ে পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায়।

পানি খাওয়া

গলায় কাঁটা বিঁধলে পানি পান করেন? কেবল পানি পান করলে হবে না। হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

কলা খাওয়া

ভাত খাবার চাইতেও সহজ একটি উপায় আছে। গলায় কাঁটা বিঁধলে খেলে ফেলুন একটি কলা। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে।

এক টুকরো লেবু

এক টুকরো লেবুতে লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।

কোকাকোলা

গলায় কাঁটা নামানোর আধুনিকতম পদ্ধতি হচ্ছে কোকাকোলা। এক গ্লাস কোক পান করে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে।

অলিভ অয়েলও

পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে। এছাড়া একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা পিছলে নেমে যাবে।

তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।