আজ রবিবার, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাওলানা ফেরদাউসুরকে নিয়ে সমালোচনা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ইসলামের সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে কেন্দ্র ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কারণ, নিজে প্রার্থী হওয়া সত্ত্বেও তিনি মাঠে-ময়দানে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে প্রচারণায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্দরের একটি মাদ্রাসায় মডেল মাসুদের পাশে বসে তার প্রশংসায় পঞ্চমুখ হন মাওলানা ফেরদাউস। এরপর নিজ এলাকা আলীরটেকে গিয়েও মাসুদের পক্ষে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তিনি। তার এ দু’টি
এ ঘটনাকে কেন্দ্র করে জমিয়তে ইসলামের স্থানীয় নেতা-কর্মীরা বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অভিযোগ, ফেরদাউসের এই পদক্ষেপে দলীয় প্রার্থীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
এর আগেও তিনি বিতর্কের জন্ম দিয়েছিলেন। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে নারায়ণগঞ্জ-৫ আসনের তৎকালীন সাংসদ সেলিম ওসমানের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। এমনকি ওসমান পরিবারের সাথেও ছিল তার সু-সম্পর্ক। ফলে তার বর্তমান কর্মকাণ্ডে “দ্বিচারিতা”র অভিযোগ আরও জোরালো হচ্ছে।
মাওলানা ফেরদাউসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।